যুক্তরাষ্ট্রে এপ্রিলের পর আবারও মৃত্যুর রেকর্ড। থ্যান্কসগিভিংএ বড় জমায়েতের বিরোধী অধিকাংশ নাগরিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ২হাজার ২শ ১৬ জন।
দেশটিতে প্রতিনয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৭ লাখের উপরে। থ্যান্কসগিভিংয়ে ভ্রমন, বড় জমায়েত এড়িয়ে না চললে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি বিপর্যয়ের দিকে যেতে পারে- বিশষজ্ঞদের এমন সতর্ক বার্তা কাজে দিয়েছে। এক জরিপে দেখা যায়, শতকরা ৬১ ভাগ আমেরিকান ঘরোয়াভাবে থ্যান্কসগিভিং উদযাপন করতে চায়। তাদের অধিকাংশই বড় জমায়েত এড়িয়ে চলতে চায়। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে শীর্ষ চিকিৎসা বিজ্ঞানী এ্যান্থনি ফাউসি বলেছেন, থ্যান্কসগিভিং, ক্রিসমাসে সাধারণ মানুষ যদি বিশেষজ্ঞদের নির্দ্শনা শুনেন, তবেই কেবল যুক্তরাষ্ট্র বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে পারে। তা না হলে সব কিছু নিয়ন্ত্রের বাইরে চলে যাবে।