প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের কোন প্রমাণ পাওয়া যায়নি : এটর্নী জেনারেল
বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০
যুক্তরাষ্ট্রের এটর্নী জেনারেল উইলিয়াম বার বলেছেন, ৩রা নভেম্বরের নির্বাচনে অনিয়মের এমন কোন তথ্য প্রমাণ বিচার বিভাগের হাতে নেই যাতে করে নির্বাচনের ফল পাল্টে যেতে পারে। সংবাদ সংস্থা এএফপিক দেওয়া স্বাক্ষাৎকারে তিনি একথা বলেন।
নির্বাচন সমাপ্ত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিয়মের অভিযোগের ব্যাপারে এটর্নী জেনারেল অফিস থেকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন উইলিয়াম বার।
বাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্বাচনে এমন কোন অনিয়ম হয়নি যা ভিন্ন কোন অর্থ দাড় করাতে পারে। উইলিয়াম বার বলেন, ডাকযোগে পাঠানো ভোট সুরক্ষিত ছিলনা প্রেসিডেন্টের এমন অভিযোগের কোন ভিত্তি পায়নি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ।
উল্লেখ্য, ৩রা নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। পরাজিত প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আসছেন। যদিও এ সম্পর্কিত তাঁর প্রতিটি মামলা আদালত খারিজ করে দিয়েছে।