টি টোয়েন্টি ক্রিকেটে দেড়শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দেশের পক্ষে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১১৫ ম্যাচ খেলে তিনি এ কীর্তি গড়েন।
ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিলসহ বিভিন্ন লীগ খেলে তিনি দেড়শতম উইকেট লাভ করেন।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের শুরুতে মোস্তাফিজের উইকেটের সংখ্যা ছিল ১৪০টি। শেষ খেলায় মিনিস্টার গ্রুপ রাজশাহীর শান্তকে আউট করে টুর্নামেন্টে ১০টি উইকেট লাভ করার মধ্য দিয়ে তিনি ম্যাজিক ফিগার ১৫০ এ পৌঁছান। চলমান টুর্নামেন্টে মোস্তাফিজ এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী।
বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান টি টোয়েন্টি ফরমেটে ৩৬৫টি উইকেট নিয়ে দেশের খেলোয়াড়দের মধ্যে সবার শীর্ষে রয়েছেন। তিনি খেলেছেন ৩১২টি ম্যাচ। সম্প্রতি সাকিব আল হাসান টি টোয়েন্টি’র বিভিন্ন লীগ খেলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।