মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০
সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের ১ লাখ ২ হাজার ১শ ৪৮ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। কোভিড-১৯ শুরু হওয়ার পর এটি রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমক রোগ বিশেষজ্ঞ ড. এ্যান্থনী ফাউসি বলেছেন, থ্যান্কসগিভিং উদযাপনের কারণে কি পরিমান মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তা এখনও দৃশ্যমান নয়। ধারনা করা হচ্ছে এই সংখ্যা অত্যন্ত ভয়াবহ। কারণ অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ২ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী এলেক্স আজর ফক্স নিউজকে বলেন, আমাদের উপদেশ খুবই সাধারণ, ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াচ ইউর ডিসটেন্স, ওয়্যার এ ফেস মাস্ক।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৮৬ হাজারের উপরে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।