সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-সিডিসি করোনা ভ্যাকসিন মডার্নার অনুমোদন দিয়েছে। রোববার সিডিসি প্রধান রবার্ট আর রেডফিল্ড এমডি সিডিসি উপদেষ্টা কমিটির সুপারিশকে অনুমোদন করেন।
অনুমোদনের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে মডার্নার ভ্যাকসিনটি পাঠানো শুরু হয়। ইতিমধ্যে ভ্যাকসিনটির কার্যকারিতা শতকরা ৯৪ দশমিক ৫ ভাগ এফডিএ’র রিপোর্টেও উল্লেখ রয়েছে।
প্রথম অনুমোদন পাওয়া ফাইজারের মোট ৫ লাখ ৫৬ হাজার ভ্যাকসিন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ডাক্তার , নার্স ও স্বাস্থ্য কর্মীদের শরীরে প্রয়োগ করা হয়েছে।
অন্যদিকে সিডিসির ভ্যাকসিন কমিটি ১৩-১ ভোটে দ্বিতীয় ও তৃতীয় অগ্রাধিকার নির্বাচন করে। দ্বিতীয় পর্যায়কে ১(বি) ও তৃতীয় ধাপকে ১(সি) হিসেবে অভিহিত করা হয়। ১( বি) ‘র মধ্যে আছেন ৭৫ বছর এবং এর বেশি বয়সী মানুষ এবং সম্মুখভাগে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত মানুষ।
১ (সি) তে আছেন ৬৫ থেকে ৭৫ বছর বয়সী মানুষ এবং ১৬ থেকে ৬৪ বছর বয়সের মানুষ - যারা দূরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত। যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা বলেন , ভ্যাকসিনের অগ্রাধিকার নির্বাচন একটি কঠিন কাজ। তবে আপনাকে একটি সিদ্ধান্ততো নিতেই হবে।
শাহ ফারুক রহমান,
এডিটর,বিডিইয়র্ক, নিউইয়র্ক।