প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ
বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আওয়ামীলীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন।
টানা এক যুগ ক্ষমতায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীমের সভাপতি ও বাংলাদেশের চারবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে তাঁর পরিকল্পনার কথা দেশবাসীকে জানাবেন বলে আশা করা হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, সফলভাবে করোনা মহামারী মোকাবেলা এবং শক্তিশালী অর্থনীতির জন্য শেখ হাসিনার নেতৃত্ব আজ সারা বিশ্বে প্রশংসিত।