শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২১
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির তেমন কোন উন্নতি নেই। মৃত ও আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে।
অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ১শ ২৫ জন। বৃহস্পতিবারের তুলনায় এই সংখ্যা প্রায় ১ হাজার বেশি।
নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর করোনা মহামারীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। আর তাঁর স্বাস্হ্য বিষয়ক প্রধান উপদেষ্টা ডা. অ্যান্থনী ফাউসি দেশের করোনা পরিস্থিত সার্বক্ষনিক মনিটর করছেন। তারই ধারাবাহিকতায় ৪টি স্টেটকে তিনি করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করেন। ডা. ফাউসি ও ডক্টর দেবোরা ব্রিকস ওহাইও, টেনেসি, ইন্ডিয়ানাসহ আরও একটি স্টেটের গভর্ণরের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
অন্যদিকে করোনা মোকাবেলায় মাস্ক পরা কাজে দিচ্ছে বলে জানিয়েছে সিডিসি। বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্য, উপাত্তের ভিত্তিতে তারা একথা জানিয়েছে।
শিবলী জুবায়ের, ঢাকা।