রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের(কওমী মাদ্রাসা ব্যতিত) ছুটি অব্যাহত থাকবে। করোনা মহামারীর কারণে গত বছরের মার্চ মাসের ১৭ তারিখ থেকে এ ছুটি চলছে।
বাংলাদেশে ৮ই মার্চ ২০২০ তে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়। তারপর ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ সময়সীমা কয়েকবার বাড়ানো হয়। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এটা অব্যাহত ছিল। আজ রোববার আবার তা বাড়ানো হল।
তবে সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে।
তবে সব কিছু নির্ভর করছে পরবর্তী পরিস্থিতির উপর।
নিজস্ব প্রতিবেদক, বিডিইয়র্ক।