শনিবার, ০৬ মার্চ, ২০২১
কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক পরাসহ বিভিন্ন বাধ্যবাধকতা উঠিয়ে দেয়ার কথা বলেছিলেন টেক্সাস ও মিসিসিপির গভর্ণর। আর তাতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে।
এদিকে মিসিসিপর মেয়র এরিক সিমনস গভর্ণরের সিদ্ধান্তকে অপরিপক্ক বলেছেন।
অন্যদিকে কানেকটিকাট গভর্ণর নেড লেমন্ট নাগরিকদের মাস্ক পরা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন। তিনি বলেন,আমরা কিছু ব্যবসা খুলে দেব তবে মাস্ক পরা বাধ্যাতামুলক থাকবে।
গতকাল বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ৯শ ৯৩ জন। বুধবারের তুলনায় এই সংখ্যা ৩শ ৪৮ জন কম।
তবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ২শ ৮৩ জন। আগের দিনের তুলনায় এই সংখ্যা প্রায় ১ হাজার বেশি।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।