বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করছে। এই সামারে বুধবার দেশটিতে সর্বোচ্চ সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অনদিকে বুধবার দেশটিতে করোনায় মারা গেছে ১ হাজার ২ শ ৮৭ জন। আগের দিনের তুলনায় এই সংখ্যা ৯৩ জন বেশী।
অথচ দুদিন আগেও এই সংখ্যা ছিল ৪শ’র কাছাকাছি। বলা যায় এটি করোনার আরেকটি ঢেউ যা যুক্তরাষ্ট্রের দক্ষিন এলাকার স্টেটগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এদিকে করোনা মহামারীর জন্য কর্মহীনদের জন্য সাপ্তাহিক বরাদ্দ ৩শ ডলার আগামী ৫ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাচ্ছে। তবে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় সেটি আবারও বাড়ানো হয়কিনা সেদিকে নজর রাখছেন কর্মহীন মানুষেরা। কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন তথ্য কারও কাছে নেই।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ২শ ৪৯ জন। আর মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৪৯ হাজার ৬শ ৮০ জন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।