বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
সমীকরণটা সহজই ছিল। পাপুয়া মিউগিনিকে ৩ রানে হারাতে পারলেই বাংলাদেশ বিশ্বকাপের মুলপর্বে চলে যাবে।
বৃহস্পতিবার ওমানের রাজধানী মাসকটের আল আমেরাত স্টেডিয়ামে বাছাই পর্বের শেষ ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরতেই অর্থাৎ দ্বিতীয় ওভারেই আগের ম্যাচের অর্ধশতক হাঁকানো নাঈম শেখ আউট হয়ে যান । ওয়ান ডাউনে নেমে লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন সাকিব আল হাসান। দলীয় ৪৩ রানে আউট হন ওপেনার লিটন দাস। এক চার ও এক ছয়ে ২৩ বলে ২৯ রান করেন তিনি। চারে নেমে আজও ব্যর্থ (৫)মুশফিক। বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচের শিকার হন। তবে দলীয় অধিনায়ক মাহমুদুল্লাহ এই ম্যাচে অর্ধশতক পান। ২৮ বলে তিনি এই রান করেন।
অন্যদিকে উইকেট ধরে রেখে বলের সাথে পাল্লা দিয়ে রান করেন সাকিব আল হাসান। সাকিব ৩৭ বলে করেন ৪৬ রান। অন্যদিকে আফিফ হোসেন ১৪ বলে ২১ এবং সাইফউদ্দিন ৬ বলে ১৯ রানের কার্যকরী ইনিংস খেলে দলের রানকে নিয়ে যান ১৮১ তে।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাপুয়া মিউগিনি। খেলার তৃতীয় ওভারেই লেগা সিয়াকাকে এলবির ফাঁদে ফেলেন সাইফউদ্দিন। পরের ওভারে পাপুয়া মিউগিনির অধিনায়ক আসেদ ভালাকে ৬ রানে আউট করেন তাসকিন। এরপরই প্রতিপক্ষের কোমড় ভেঙ্গে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট। শেষদিকে বাংলাদেশের অগোছালো বলের সুযোগ নিয়ে পাপুয়া মিউগিনির উইকেট কিপার কিপলিন ডরিগা ৩৪ বলে ৪৬ রান করে দলকে টেনে নিয়ে যান ৯৭ রান পর্যন্ত। বাংলাদেশ জয়লাভ করে ৮৪ রানে। ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।