সোমবার, ০১ নভেম্বর, ২০২১
মঙ্গলবার বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্ক সিটি করপোরেশন নির্বাচন। এর মাধ্যমে সিটির জনগণ তাদের আগামীর নেকৃত্ব নির্বাচন করবেন।
ডেমোক্রেট অধ্যুষিত এই সিটিতে যারা প্রাইমারীতে জেতেন তাঁরাই মুল নির্বাচনেও জয়লাভ করেন। সে হিসাবে আগামীকাল বাংলাদেশীদের জন্য হবে এক অনন্য অর্জনের দিন। কারণ গত ২২ জুন অনুষ্ঠিত ডেমোক্রেট প্রাইমারীতে কুইন্স সিভিল কোর্ট বিচারক পদে সোমা সাঈদ ও ডিস্ট্রিক্ট-৩৯ এ সিটি কাউন্সিলওম্যান পদে শাহানা হানিফ নির্বাচিত হয়েছিলেন।
তাই নিউইয়র্ক সিটিতে বসবাসরারী হাজার হাজার বাংলাদেশী আশা করছেন কাল নির্বাচনের মাধ্যমে নিউইয়র্ক সিটি করপোরেশনে তাদের প্রথম নির্বাচিত প্রতিনিধি বসতে যাচ্ছেন।
সিটি মেয়র নির্বাচনে ইতিমধ্যে আগাম ভোট সম্পন্ন হয়েছে। গত ২৩ অক্টোবর খেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাধারণ মানুষ আগাম ভোট দিয়েছেন।
নির্বাচনে সবচেয়ে আকর্ষণীয় পদ মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট প্রার্থী এরিক এডামস ও রিপাবলিকান প্রার্থী কার্টিস। তবে বিভিন্ন জরিপে এরিক এডামসই জয়লাভ করবেন বলে আভাস দিয়েছে। অধিকাংশ বাংলাদেশী ও বাংলাদেশী সংগঠন এরিক এডামসকেই সমর্থন দিয়েছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।