সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ২৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। আর এতে করে ৪৪ রানের লিড নেয় বাংলাদেশ।
ওপেনার সাদমান ইসলাম ১রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক রানের খাতাই খুলতে পারেননি। সাইফ হাসান করেন ১৮ রান। আউট হওয়ার আগে তিনি মেরেছেন ৩টি চারের মার।
শাহীন আফ্রিদি একাই নেন ৩টি উইকেট। একটি নিয়েছেন হাসান আলি।
এর আগে তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে দিনের শুরুতেই জোড়া আঘাতে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেয় তাইজুল। একে একে ৭ পাকিস্তানী খেলোয়াড়কে প্যাভিলিয়নে পাঠান এই বাংলাদেশী স্পিনার। মিরাজ একটি ও এবাদত দুটি উইকেট লাভ করেন। পাকিস্তান অলআউট হয় ২৮৬ রানে।
চতুর্থ দিন বাংলাদেশের ব্যাটিংয়ের উপর নির্ভর করছে এই টেস্টের ভাগ্য। তবে সবার ধারণা, এই টেস্টে ফল বের হয়ে আসবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।