বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর, ২০২১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তির শরীরে করোনার ওমিক্রন ভাইরাস ধরা পড়েছে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসা বিজ্ঞানী ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ডা. এন্থনী ফাউসি এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ মাধ্যমটি জানায়, আক্রান্ত ব্যক্তি গত ২২নভেম্বর দক্ষিন আফ্রিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। ডা. ফাউসি জানিয়েছেন, ২৯ নভেম্বর তাঁর করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। তবে তাঁর করোনার লক্ষণ ছিল মৃদু। তিনি জানিয়েছেন তাঁর সংস্পর্শে যারা ছিলেন, তাদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে।
আক্রান্ত ব্যক্তি নিজেই সেল্ফ কোয়ারাইন্টাইনে আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ চিকিৎসা বিজ্ঞানী।
এদিকে থ্যান্কস গিভিংয়ের পর দেশটিতে মৃতের সংখ্যা খুবই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বুধবার দেশটিতে আগের দিনের তুলনায় মৃত্যুসংখ্যা কিছুটা কম হলেও এই সংখ্যা ১৬শ ৩৩জন। আগের দিন মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ১৬শ ৫০ জন।
বুধবার গোটা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ১লাখ ২০ হাজার ৪শ ৪১ জন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।