মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান আজ মঙ্গলবার স্বশরীরে না এসে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করা মাত্রই কেবিনেট থেকে তার পদত্যাগ কার্যকর হয়ে যাবে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী যেকোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হইলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাইবার পরামর্শ দান করিতে পারিবেন। ’
তথ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রীর তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন।
উল্লেখ, সম্প্রতি এক টকশোতে প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর কিছু অডিও-ভিডিও ছড়িয়ে পড়ায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।
ঘটনার প্রেক্ষাপটে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাধ্যমে মঙ্গলবারের মধ্যে ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ও দলের একাধিক সূত্র বলছে, মন্ত্রিত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়তে পারেন মুরাদ হাসান।
উল্লেখ যে,জামালপুর-৪ সরিষাবাড়ী উপজেলা থেকে নির্বাচিত মুরাদ হাসানকে ২০১৯ সালের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।
গত অক্টোবরে রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করে আলোচনায় আসা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমুলক বক্তব্য এবং একের পর এক নানা ধরণের বিতর্কিত কর্মকান্ডে নিজেকে জড়িয়ে ফেলা মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হলেন ।
সমালোচিত ডা. মুরাদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে নিজের কৃতকর্মের ক্ষমা জন্য প্রার্থনা করে লেখেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।’
শিবলী জুবায়ের
স্টাফ করেসপন্ডেন্ট, বিডিইয়র্ক, ঢাকা।