রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
স্থানীয় সময় গত শুক্রবার রাতে কেনটাকি অঙ্গরাজ্যে আঘাত হানা টর্নেডোতে মৃত্যুর সংখ্যা ১০০জন ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন কেনটাকির গভর্নর এন্ডি বেশিয়ার । তিনি জানান শহরের একটি মোমবাতির কারখানা থেকে প্রায় ৪০ জন কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে তিনি জানান উদ্ধার কাজে সহায়তার জন্য ১৭৯ জন ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করা হয়েছে এবং রাজ্যটিতে বর্তমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
কেনটাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই টর্নেডো প্রায় ২০০ মাইল এলাকা জুড়ে তার ধ্বংসলীলা চালায় ।
টর্নেডো কেনটাকি ছাড়াও আশপাশের কয়েকটি অঙ্গরাজ্যে যেমন ইলিনয়, মিসৌরি, আর্কানসাসে বেশ ক্ষতি সাধন করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিপর্যস্ত এলাকার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফেডারেল সরকার সব ধরনের সহযোগিতা এবং পদক্ষেপ নেবেন বলে ঘোষণা দিয়েছেন।
বিডিইয়র্ক, নিউইয়র্ক ।
।