শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
জ্যাকসন হাইটসে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন-জেবিবিএ’র নবগঠিত কমিটির পরিচিতি সভা ছিল নবান্ন রেস্টুরেন্টে। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন পিয়ার মোহাম্মদ।
এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সত্যিকারের ব্যবসায়ীদের এই সংগঠনে অব্যবসায়ীদের অন্তর্ভূক্ত করে একটি মহল সংগঠনের সম্মানহানি করেছে। আমরা এখানে উপস্থিত সবাই মিলেমিশে জেবিবিএ’র হৃত গৌরব পুনরুদ্ধার করব। তারা বলেন, আমরা আমাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই-আমরাই ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করি। তারা যে কোন ধরণের কাঁদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকতে সবার প্রতি আহবান জানান।
সভা শেষে নৈশভোজে সবাইকে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।