রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
নিউইয়র্কের হার্লেমে পুলিশ সদস্যদের উপর সন্ত্রাসীর হামলাকে সিটির সকল মানুষের উপর হামলা বলে অভিহিত করেছেন সিটি মেয়র এরিক এডামস। তিনি শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত পুলিশ সদস্যকে হাসপাতালে দেখতে গিয়ে একথা বলেন।
জানা গেছে, পুলিশের উপর হামলাকারী ব্যক্তির অতীতে অপরাধের রেকর্ড আছে। ঐ ব্যক্তি অপরাধ করে এ পর্যন্ত পাঁচবার জেলে গেছেন। এবারও জেল থেকে বের হয়ে মায়ের সাথে ঝগড়া করার সময় অস্ত্র হাতেই বসেছিলেন। পুলিশকে তার অ্যাপার্টমেন্টের দিকে আসতে দেখে গুলি করেন তিনি। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন ও অন্য আরেকজন কর্মকর্তা গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেজন্য সাধারণ মানুষ শাস্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। ধারণা করা হচ্ছে মেয়র তাঁর ভাষণে সে বিষয়টিমও ইঙ্গিত করেছেন। হাসপাতালে সংবাদ সম্মেলনে কথা বলার সময় মেয়র এরিক এডামসকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।