রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে। শনিবার সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগার যুবারা।
এই ম্যাচে জিতলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলবে-এমন সমীকরণে খেলতে নামে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করতে নেমে ১৪৮ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। বৃষ্টির কারণে ডার্ক লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রান। বাংলাদেশের যুবারা সহজেই জিতে নেয় ম্যাচটি।
জবাব দিতে নেমে বাংলাদেশের দুই ওপেনার মফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন ভাল খেলেন। ৭০ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ইফতেখার। এরপরই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থেমে যাওয়ার পর খেলা শুরু হলে বাংলাদেশ আর কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ওপেনার মফিজুল ইসলাম ৬৯ বলে ৬৭ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
আগামী ২৯ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের যুবারা ভারতের যুবাদের মোকাবেলা করবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।