বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এবার আরও ৯ সামরিক ও বেসামরিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
১। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা)।
২। ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান( ডিরেক্টর, এনটিএমসি।
৩।লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন( কমান্ড্যান্ট, এনডিসি)।
৪।মেজর জেনারেল টি এম জোবায়ের(ডিজি,এনএসআই)।
৫।মেজর জেনারেল মুজিবুর রহমান(ডিজি, এসএসএফ)।
৬।মেজর জেনারেল শাকিল আহমেদ(এ্যাডজুট্যান্ট জেনারেল)।
৭।মো: মনিরুল ইসলাম( এডিশনাল আইজিপি)।
৮।মো: হারুনুর রশিদ(এডিশনাল ডিআইজিপি)।
৯।বিপ্লব কুমার সরকার(ডিসি, ডিএমপি,তেজগাঁও)।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের সাবেক ডিজি ও বর্তমান ডিজিসহ মোট সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। এ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র বিভাগ দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে চিঠি দেন। কিন্তু বেশকিছু দিন পার হলেও এই চিঠির কোন উত্তর আসেনি যুক্তরাষ্ট্র সরকারের তরফ থেকে। আর এই বাস্তবতায় আরও ৯ কর্মকর্তার বিরুদ্ধে এসেছে নতুন নিষেধাজ্ঞা। এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এই অবনতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।