বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসলেও মৃত্যুর মিছিল থামছেনা যুক্তরাষ্ট্রে। দুইদিন আগে মৃতের সংখ্যা যেখানে ছিল ১৩শ ৩৮জন, সেখানে বুধবার যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ৩১শ ৪৩ জন।
আক্রান্তের সংখ্যা কমে আসছে। তবে এই সংখ্যা এখনও প্রতিদিন পাঁচ লাখের অনেক উপরে। বুধবার সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩শ ১৩ জন। আগের দিন মঙ্গলবারের তুলনায় এই সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১শ ৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় এই সংখ্যা প্রায় ১৭ হাজার বেশি। ওয়াল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে নিউইয়র্কে করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এই স্টেটে করোনায় আক্রান্তের হার সাত শতাংশের নীচে নেমে এসেছে। সাত দিনে আগেও এই হার ছিল শতকরা ১১ ভাগ। অর্থাৎ সাত দিনের ব্যবধানে আক্রান্তের হার শতকরা ৪ ভাগ কমেছে। তেমনিভাবে কমেছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। গত সাত দিনের ব্যবধানে এই সংখ্যা দুই হাজার। আগে যেখানে এই সংখ্যা ছিল ১১ হাজার, এখন এই সংখ্যা ৯ হাজারে নেমে এসেছে।
তবে আক্রান্ত ও রোগী ভর্তির সংখ্যা কমে আসলেও মৃতের সংখ্যা প্রতিদিনই কাছাকাছি অবস্থান করছে। মঙ্গলবারও নিউইয়র্ক স্টেটে মারা গেছে ১শ ৫৮ জন। আগের দিন সোমবারও মৃতের সংখ্যা ছিল ১শ ৫৮ জন।
উল্লেখ্য, গোটা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭২ মিলিয়ন মানুষ। আর এতে প্রাণ হারিয়েছে ৮ লাখ ৭০ হাজার ৮শ মানুষ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।