রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেটে ভারী তুষারপাতে জনজীবন বিপর্যস্ত। শুক্রবার রাতে শুরু হওয়া তুষারপাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
নিউইয়র্ক কর্তৃপক্ষ খুব বেশি প্রয়োজন না পড়লে সাধারণ মানুষকে ঘর বের হতে বারণ করেছে। সরেজমিনে দেখা গেছে, প্রতিটি এলাকায় বরফের স্তুপ পড়ে আছে। নগরীর প্রধান প্রধান সড়কগুলোকে সচল রাখতে সিটি করপোরেশনের বিশাল বাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়া সাধারণ মানুষ তাদের বাড়ির আঙ্গিনা ও নিজস্ব গাড়ি পরিস্কারে ব্যস্ত দিন পার করেছেন।
তবে ছুটির দিন ছিল বলে সিটির অধিকাংশ সাধারণ মানুষ ঘরে বসেই সময় কাটিয়েছেন। জানা গেছে, টানা তুষারপাতে এ পর্যন্ত জেএফকে এয়ারপোর্টে ৩৩শ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে নিউইয়র্ক সিটি করপোরেশনের মেয়র এরিক এডামস নগরীর প্রতিটি ব্যুরোতে সিটির কর্মকর্তা, কর্মচারী যারা জরুরী কাজে নিয়োজিত তাদের সাথে দেখা করেছেন, তাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি নগরবাসীকে একটি ম্যাসেজ দিয়েছেন সেটি হচ্ছে, নগরীর প্রতিটি সার্ভিস সচল আছে।
অবশ্য সব ধরণের সার্ভিস চালু থাকার কথা নিউইয়র্ক স্টেটের গভর্ণর ক্যাথি হকলও বলেছেন। নিউইয়র্কে প্রায় সারা দিনই মানুষের চলাচল কম ছিল। তবে নগরীর সুপার মার্কেগুলো খোলা ছিল। চালু ছিল বিভিন্ন ধরণের রেস্টুরেন্টও। ভারী তুষারপাতে নিউইয়র্কসহ ছয়টি স্টেটে এখনও জরুরী অবস্থা বলবৎ আছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।