বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
বেশ কিছুদিন ধরেই ইউক্রেন ঘিরে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের উত্তেজনা চলে আসছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল, রাশিয়া যে কোন মুহুর্তে ইউক্রেন আক্রমন করবে।
এর আগে পুতিন তাঁর সামরিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিচ্ছিন্নতাবাদী দুটি এলাকার নেতাদের সাহায্যের আবেদনের কথা উপদেষ্টাদের জানান রাশিয়ার প্রেসিডেন্ট।
ইতিমধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর পূর্ব ইউক্রেনে ঢুকে পডার সংবাদ দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনে ৮টি ট্যান্কের একটি বহর দেখেছে। কিন্তু ট্যান্কগুলো কাদের সেটি তারা নিশ্চিত করতে পারেনি। কারণ ট্যান্কগুলোতে কোন লোগো ছিলনা।
এদিকে প্রেসিডেন্ট পুতিনের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে এর চরম মূল্য দিতে হবে। তিনি এ নিয়ে জাতীয় উপদেষ্টাদের সাথে কথা বলেছেন। যে কোন সময় বিশেষ ঘোষণা আসতে পারে। হতে পারে সেটি বড় ধরণের নিষেধাজ্ঞা।
অন্যদিকে যুক্তরাজ্য, রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ব্যাকগুলো হল রোসিয়া ব্যাংক,আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক,প্রোমসভায়াজ ব্যাংক ও ব্ল্যাক সি ব্যাংক।
অন্যদিকে নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তাগণ হলেন গেনেডি তিমচেনেস্কো,বরিস রোটেনবার্গ ও ইগোর রোটেনবার্গ।
বিবিসি জানায়, মঙ্গলবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস ইয়েলৎসিন এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর জার্মানি ইউক্রেন-রাশিয়ার গ্যাসের দ্বিতীয় পাইপলাইন বন্ধ করে দিয়েছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।