বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
মারিওপোলে শিশু হাসপাতালে রুশ হামলা
ইউক্রেনের মারিওপোলের একটি শিশু হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। এতে হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
আর ন্যাটোর সদস্য হতে চান না জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সদস্যপদ আর চান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন তাঁর দেশকে সদস্যপদ দিতে ন্যাটো প্রস্তুত নয়। এছাড়া তিনি মনে করেন, তিনি এমন একটি দেশের প্রেসিডেন্ট হতে চান না যে দেশটি শুধু ভিক্ষা চাইবে। তাঁর এ ঘোষণা রুশ-ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন অনেক সমর বিশেষজ্ঞ। কারণ ইউক্রেনের প্রতি রাশিয়ার অন্যতম দাবি ছিল ন্যাটোর সদস্যপদ না নেওয়া। এমনকি রাশিয়া কর্তৃক ইউক্রেনের দুটি স্বাধীন এলাকা নিয়েও আলোচনায় রাজি জেলেনস্কি।
রাশিয়ার জ্বালানির উপর মার্কিন নিষেধাজ্ঞা, পুতিনের হুমকি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। তাঁর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৃটিশ প্রধানমনন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, ২০২২ সাল নাগাদ তাঁর দেশ রাশিয়ার উপর থেকে জ্বালানী নির্ভরতা একেবারেই কমিয়ে নিয়ে আসবে।
তবে মার্কিন নিষেধাজ্ঞার পরই প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন,এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করলে রাশিয়া- জার্মানি গ্যাসলাইন বন্ধ করে দিবে মস্কো। উল্লেখ্য, জার্মানির প্রয়োজনীয় গ্যাসের অনেকটাই আসে জার্মানি থেকে। ফলে বিপাকে পড়েছে দেশটি।
যুদ্ধ বিরতি চলছে পাঁচটি শহরে
চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে আটকেপরা নাগরিকদের সরিয়ে নিতে যুদ্ধ বিরতি চলছে কিয়েভ, খারকিভ, মালিয়াপোল, সুমিসহ পাঁচটি শহরে। আটকেপরা ছোট, বড় সব বয়েসী হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে কাজ করছে রেডক্রসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। কোথাও কোথাও যুদ্ধে অংশ নেওয়া সৈন্যদেরও সাধারণ মানুষকে সহায়তা করতে দেখা গেছে। সেই সঙ্গে চলছে দুই পক্ষের মড়ণপণ লড়াইয়ের প্রস্তুতি।
বাইডেনের সঙ্গে কথা বলতে চাননি আরব নেতারা
রাশিয়ার উপর জ্বালানি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই বিকল্প জ্বালানির সন্ধানে আছে দেশটি। জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কথা বলতে হোয়াইট হাউজ থেকে যোগাযোগ করা হয় সৌদি আরব ও আরব আমিরাত কর্তৃপক্ষর সঙ্গে। তবে দুই দেশের যুবরাজই প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলতে অনিহা প্রকাশ করেন। কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনে যুদ্ধ করা সৌদি জোট থেকে নিজেদের করা প্রত্যাহার করে নেয়। সৌদি আরব ও আরব আমিরাত মনে করে এতে করে তাদের প্রতি অন্যায় করা হয়েছে।
২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে : জাতিসংঘ
জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে জানিয়েছে, রুশ- ইউক্রেন যুদ্ধের কারণে গত ১৪ দিনে ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে। এদের অধিকাংশ মানুষ ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড, হাঙ্গেরী, রোমানিয়ায় আশ্রয় নিয়েছে। অনেক শরনার্থীকে রাশিয়া ও বেলারুশ সীমান্তেও আশ্রয় দেওয়া হয়েছে। যুদ্ধের কারণে সেখানে এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।