বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ মন্তব্য করেন।
বুধবার দুপুরে হোয়াইট হাউজের এক অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমি মনে করি তিনি (ভ্লাদিমির পুতিন) যুদ্ধাপরাধী।
বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র কংগ্রেসে ভাষণ দেওয়ার পর বাইডেন এ মন্তব্য করেন।
এদিকে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধীর অভিযোগ একটি আইনী প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনী ব্লিন্কেন বলেছেন, রাশিয়া ইচ্ছা করে, জেনে বুঝে বেসামরিক মানুষের উপর হামলা করছে কিনা যুক্তরাষ্ট্র তা খতিয়ে দেখছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যকে অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্রেমলিন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।