শনিবার, ২৬ মার্চ, ২০২২
মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা,কবিতা পাঠ, নাচ আর দেশাত্মবোধক গানে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১- ইউএসএ। সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের পরিচালক সবিতা দাস ও সহশিল্পীরা।
এ সময় মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য সকল আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শাহ ফারুক রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। সেই সঙ্গে ১০ জন মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে দেন কনসাল জেনারেলের প্রতিনিধি কাউন্সিলর আয়েশা হক ও বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি নূরে এলাহী মিনা। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা এম এ হাসান,বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কবি সৈয়দ হাসমত আলী,বীর মুক্তিযোদ্ধা শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে এখন দুটি পক্ষ:স্বাধীনতার স্বপক্ষ আর বিপক্ষ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষে। তারা বলেন, ২৫ মার্চের গণহত্যার স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ কনসুলেটের কাউন্সিলর আয়েশা হক, স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি নূরে এলাহী মিনাসহ অনেকে।
বিজয় দিবসের এই আয়োজনে নতুন প্রজন্মের প্রতিনিধি শান্তির কবিতা ও অনিন্দিতার নৃত্য সবাইকে আপ্লুত করে। এছাড়া কবিতা আবৃত্তি করেন বিটিভির সংবাদ পাঠক শরফুজ্জামান মুকুল।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সঙ্গীত পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, শাহ মাহবুব, সবিতা দাসসহ অন্যরা।
নৈশভোজের মধ্য দিয়ে ভাঙ্গে এ মিলনমেলা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।