মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০২২
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের কর্মকর্তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনী ব্লিন্কেন। সোমবার ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন ব্লিন্কেন।
সোমবার দুপুরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টেমেন্টে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন,আন্ত: রাষ্ট্রীয় সম্পর্কসহ সকল ইস্যূ নিয়ে খোলামেলা আলোচনা হয়। জানা গেছে,আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিন্কেন বলেন, অর্থনীতির বিবেচনায় বাংলাদেশ দক্ষিন এশিয়ার সেরা। অ্যান্টনী ব্লিন্কেন বাংলাদেশে আরও অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়েছে। বাংলাদেশে নির্বাচনের সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে বৈঠকে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যে যা করা হয়েছে তা তুলে ধরেছি। এ সময় তিনি বাংলাদেশে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হওয়ার কথা কথা উল্লেখ করেন। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার মত সুন্দর পরিবেশ বিরাজ করছে বলে দৃঢতার সাথে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন,যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।