শনিবার, ০৯ এপ্রিল, ২০২২
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতৃত্বহীন। তাদের নেতা তারেক রহমান বিভিন্ন মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামী।
নিউইয়র্কের নবান্ন রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।
সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
মাহবুব উল আলম বলেন, তারেক রহমানের মনোনয়ন বানিজ্যের জন্যই বিএনপি নির্বাচনে ভাল করতে পারছেনা। তিনি বলেন, তৃণমূলে জনপ্রিয় নেতাকে মনোনয়ন না দিয়ে মোটা অংকের অর্থ নিয়ে প্রতিটি আসনে জনবিচ্ছিন্ন নেতাদের মনোনয়ন দেন তারেক রহমান । আর তখন দলীয় নেতা কর্মীরা সেই প্রার্থীর জন্য কাজ করেন না। ফলে বিএনপি নির্বাচনী লড়াইয়ে আওয়ামীলীগের ধারে কাছেও আসতে পারছেনা। বিএনপির এই বিপর্যয়ের জন্য তারেক রহমানই দায়ী বলে মনে করেন মাহবুব উল আলম হানিফ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার রাজনীতির সকল শিষ্টাচার ছাড়িয়ে গেছে উল্লেখ করে হানিফ বলেন, মিথ্যার বেসাতি তাদের রাজনীতির মুলমন্ত্র।
মাহবুব উল আলম হানিফ বলেন, শ্রীলংকার সঙ্গে যারা বাংলাদেশের তুলনা করে কথা বলছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কখন কি করতে হবে বলেও উল্লেখ করেন আওয়ামীলীগের এই ডাকসাইটে নেতা।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মাববুব উল আলম হানিফ দলীয় নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। নতুবা স্বাধীনতার পরাজিত শক্তি দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে।
মাহবুব উল আলম হানিফ বলেন, যে বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, সেই বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় অবস্থান করছে।
আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামীলীগকেই বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহবুব উল আলম হানিফ।
এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি শামসুদ্দিন আজাদ,লুৎফুল কবির, যুগ্ম-সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল, কষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবু,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান,স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, কানেকটিকাট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের আওয়ামীলীগের আহবায়ক তারেকুল হায়দার চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয় এবং সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।