বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস বলেছেন, আমার ব্যুরোর মানুষের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে এখানে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট কোন হামলা বরদাশত করা হবেনা।
নিউইয়র্কের গুলশান টোরেসে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন- জেবিবিএ আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট।
শুভেচ্ছা বক্তৃতায় এসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ বলেন, আমরা যে কোন পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা যে কেউ যে কোন সময় আক্রান্ত পারি। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে।
এ সময় ইফতার মাহফিলে মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান ডিস্ট্রিক্ট এ্যাটর্নী মেলিন্ডা গেটস ও স্টেট সিনেটর জন ল্যু।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. এম মনিরুল ইসলাম বলেন, প্রবাসে এই সংগঠন বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান। মনিরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি পালন করছি। আমি আশা করি দু’ দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরও অর্থবহ হবে।
জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়ার সভাপতিত্বে ইফতার মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান।
ইফতার মাহফিলে জেবিবিএ’র সদস্য ছাড়াও কমিউনিটির সব শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ তথা সারা বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।