বুধবার, ২০ এপ্রিল, ২০২২
রুশ-ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় ধাপে প্রথম সাফল্য পেয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বান্চলীয় শহর ক্রেমিন্না দখল করে নিয়েছে রাশিয়া।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা দুই বৃটিশ সৈন্যকে আটক করেছে রাশিয়া। রুশ জাতীয় টেলিভিশনে তাদের ভিডিও ফুটেজ দেখানো হয়। এই দুই বৃটিশ সেনার মুক্তির বিনিময়ে রাশিয়া ইউক্রেনের বিরোধী দলীয় নেতা ও রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ভিক্টর মেদভেদচুকের মুক্তি চায়। আটক দুই বৃটিশ সেনা প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইউক্রেনের উপর চাপ প্রয়োগের আহবান জানান। তারা তাদের মুক্তির বিনিময়ে ভিক্টরের মুক্তি চান। অন্যদিকে ভিক্টরের মুক্তির বিনিময়ে ইউক্রেন মারিওপোলে অবরুদ্ধ সাধারণ মানুষকে বের হওয়ার করিডোর খুলে দেওয়ার দাবি করে আসছে। ভিডিও ফুটেজে ভিক্টরও এ দাবি জানান।
উল্লেখ্য, যুদ্ধের দ্বিতীয় ধাপে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণের ধার বাড়িয়েছে। ঐ এলাকার প্রতিটি শহরে রাশিয়া মুহুর্মুহু বিমান চালিয়ে যাচ্ছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।