শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকল বলেছেন, কোন ধরণের হিংসাত্মক ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবেনা। এসব কার্যকলাপের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অব্যাহত থাকবে।
এ সময় গভর্নর কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করার জন্য তিনি জ্যামাইকা মুসলিম সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সেন্টার শুধু ধর্মীয় কাজের মধ্যেই এর কার্যকলাপ সীমাবদ্ধ রাখেনি। এই মুসলিম সেন্টার শিশু , কিশোর, যুবকদের নিয়ে কাজ করছে। বিশেষ করে তরুনরা যাতে বিপথগামী না হয় সেজন্য আপনারা কাজ করছেন।বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সম্পৃক্ত আছে এই মুসলিম সেন্টার - উল্লেখ করেন গভর্নর।
বাংলাদেশি মুসলিম কমিউনিটিকে রমজানের শুভেচ্ছা জানিয়ে হকল বলেন, আপনাদের প্রতি আমার সমর্থন ও সহায়তা অব্যাহত থাকবে। জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফার্মাসিস্ট জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সেন্টারের প্রেসিডেন্ট ডা. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি আফতাব মান্নান। এই আয়োজনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা শামসে আলী।
শুভেচ্ছা বক্তৃতায় জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ডাক্তার সিদ্দিকুর রহমান বলেন,এত ব্যস্ত সূচির মধ্যেও একদিনের নোটিশে গভর্ণর আমাদের মাঝে এসেছেন, এতে আমরা ধন্য। তিনি মুসলিম কমিউনিটির পক্ষ থেকে নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হকলকে ধন্যবাদ জানান। তিনি গভর্ণরকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছাও জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেমোক্রেট নেত্রী এলিজাবেথ ক্রাউলি, জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফার্মাসিস্ট জাহিদুর রহমান। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের যুগ্ম-সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার।এ সময় জ্যামাইকা মুসলিম সেন্টারের সকল পর্যায়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটের গভর্নর হিসাবে দায়িত্ব নেওয়ার পর ক্যাথি হকল প্রথমবারের মত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষের সাথে মতবিনিময় করলেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।