সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
মুলধারার ৩টি বাংলাদেশি সংগঠন নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ অ্যামেরিকান উইমেন ফোরাম ও নিউ অ্যামেরিকান ইয়ূথ ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পার্সন বউলবার্ডের নবাবী রেস্টুরেন্টে। শনিবার অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বাংলাদেশি কমিউনিটির মুলধারার রাজনীতিবিদরা অংশ নেন।
নবাগত দুই প্রার্থীকে করতালিতে শুভেচ্ছা জানান ৩টি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী আহনাফ আলম বলেন,মুলধারার রাজনীতিতে আমার পথ চলায় সব সময়ই আপনাদের সহযোগিতা পেয়েছি। এবারও আপনাদের সহায়তা চাই।
জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী নুশরাত আলম বলেন,আমাদেরকে শুধু বাংলাদেশি কমিউনিটি নিয়ে ভাবলে চলবেনা। আমাদেরকে অ্যামেরিকান কমিউনিটি নিয়ে ভাবার মানসিকতা অর্জন করতে হবে। আর তখনই আমরা মুলধারারায় সাফল্য পাব।
নিজের ভোট চাইতে গিয়ে ডিস্ট্রিক্ট-বি তে ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মাজেদা উদ্দিন বলেন, আমাদের অনেক কাজ বাকী আছে। সেই অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করতে আমাদের নিজেদের আরও নির্বাচিত প্রতিনিধি দরকার।
নতুনদের স্বাগত জানিয়ে নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম বলেন, তরুনরা মুলধারার রাজনীতিতে ওঠে আসছে, এটা আমাদের জন্য স্বস্তির। আমাদের অধরা স্বপ্ন ওরাই বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রবীণ ডেমোক্রেট নেতা মাফ মেজবাহ উদ্দিন বাংলাদেশি প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য কমিউনিটির সবার প্রতি আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পানিসম্পদ বিশেষজ্ঞ ড. আবু সুফিয়ান, প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান মিরাজ,শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, নরসিংদী জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, অসীম সাহা, অধ্যাপক হুসনে আরা, মনিকা রায় চৌধুরী, উইমেন ফোরাম প্রেসিডেন্ট রুবাইয়া রহমান।
উপস্থিত ছিলেন সালেহা মোর্শেদ, রিনা সাহা, শিরিন কামাল,ডালিয়া চৌধুরী, শাহ ফারুক রহমানসহ কমিউনিটির বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
এর আগে ইফতারের পূর্বে মুসলিম উম্মাসহ সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। পরে সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।