বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ডিস্ট্রিক্ট-২৪ পার্ট-এ থেকে ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী, গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজের সমর্থনে ফ্রেন্ডস ফর শাহ নেওয়াজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্টে। এতে মুলধারার রাজনীতিবিদ,বাংলাদেশি রাজনীতিবিদ, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এ সময় শুভেচ্ছা বক্তৃতায় শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির মানুষ আমার প্রাণ, আমার ভালবাসার জায়গা। মানুষের সঙ্গে আমার মিতালী।
ইফতার মাহফিলে শাহ নেওয়াজ নিজের পক্ষে ভোট না চাইলেও উপস্থিত সকল নেতৃবৃন্দ আগামী প্রাইমারীতে ডিস্ট্রিক্ট লিডার পদে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, শাহ নেওয়াজ কমিউনিটির মানুষকে অনেক দিয়েছেন। এবার কমিউনিটির সবার উচিত এর প্রতিদান দেওয়া।
ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আয়োজনে অংশ নেন কংগ্রেসম্যান টম সুউজি, সাবেক স্টেট সিনেটর হাইরাম মানছুররাত,ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, ডিস্ট্রিক্ট ২৪ এর কাউন্সিলম্যান জিম জিনারো, ডিস্ট্রিক্ট ২৮ থেকে কাউন্সিলম্যান প্রার্থী এথেন ফেল্ডার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসির আলি খান পল, আহসান হাবিব, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলমসহ অনেকে।
পরে মুসলিম উম্মাসহ সকলের শান্তি কামনায় দোয়া করা। আজানের পর সবাই একসাথে ইফতার গ্রহন করেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।