বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
আর্ত মানবতার সেবার বারতা নিয়ে গত বছর আত্মপ্রকাশ করা সংগঠন হিলসাইড টাইগার্স আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার মান্নান রেস্টুরেন্টে। এতে সংগঠনের সদস্য ছাড়াও জ্যামাইকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগদান করেন।
এ সময় সংগঠনের সদস্যরা জানান, ভাল কাজ করার জন্য কোন পদ পদবীর দরকার নাই। ভাল একটি মন ও ইচ্ছা থাকাটাই যথেষ্ঠ।
তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দুস্থদের সহায়তা প্রদান,শিশুদের মানসিক বিকাশে বিভিন্ন উপহার প্রদান, বিশেষ দিনে কমিউনিটির মানুষকে কোন না কোন ভাবে আপ্যায়নের উদ্যোগ নিয়ে আমরা জ্যামাইকাবাসীর ভালবাসা পেয়েছি। আমরা এ সংগঠনের মাধ্যমে কমিউনিটির মানুষের সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চাই। সবার সহাবস্থানে পারস্পরিক শ্রদ্বাবোধের জায়গা তৈরি করতে চাই। শুধু নতুন নতুন সম্ভাবনার বিষয়গুলো নিয়েই আমরা কাজ করছি বলে ইফতারের মাহফিলে উল্লেখ করেন হিলসাইড টাইগার্সের সদস্যরা। তারা বলেন, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি কিভাবে আরও বাড়ানো যায় সেটি নিয়ে কাজ করছি। তারা বলেন, এবারের চাঁদরাতেও আমরা চমক নিয়ে আসছি।হিলসাইড টাইগার্সের সদস্যরা নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।
হিলসাইড টাইগার্সের সদস্যদের ব্যতিক্রমধর্মী উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে আমন্ত্রিত অতিথিরা বলেন,আপনাদের ভাল কাজে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ বাহালুল উজ্জল, রাব্বী সৈয়দ, জাহিদ বিশ্বাস, ফারুক হোসেন রনি, মজিদ আকন্দ, মিজানুর রহমান রুবেল,মোস্তাক আহমেদ, গোলাম মোস্তফা সংগ্রাম, তরিকুল ইসলাম,এম হাসান, শামীম খন্দকার,মোহাম্মদ ফিরোজ,মশিউর রহমান, নাদিরুল তপু,ফয়সাল,আনোয়ার, কলিম,সাইফুলসহ অনেকে।
পরে মুসলিম উম্মাহ ও সারা বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আর আল্লাহু আকবর আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে ইফতার গ্রহণ করেন উপস্থিত সুধি।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।