রবিবার, ০১ মে, ২০২২
নিউইয়র্কে সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আর ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে শেষ মুহুর্তের কেনাকাটা।
দাম বেশি বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। তবে দোকানীরা বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনার পরে সব কিছুরই দাম বেড়েছে। সে তুলনায় জামা কাপড়ের দাম খুব বেশি বাড়েনি।
অন্যদিকে ঈদ উপলক্ষে ভ্রাম্যমান ব্যবসায়ীদের দেখা যাচ্ছে নগরীর বিভিন্ন ফুটপাতে। অনেক জায়গায় অল্প বয়সী মেয়েরা গ্রুপ করে জুয়েলারী আইটেম নিয়ে পসরা সাজিয়ে বসেছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিক্রি ভালই হচ্ছে। তারা জানায়, তাদের অধিকাংশ ক্রেতাই তাদের বয়সী।
অন্যদিকে ঈদ উপলক্ষে নিউইয়র্কের মুসলিম কমিউনিটিতে চলছে সাজ সাজ রব। অনেকে বাড়ি অথবা নিজ ব্যবসা প্রতিষ্ঠান আলোক সজ্জায় সজ্জিত করেছেন। ব্যবসার প্রাণকেন্দ্রগুলো সন্ধ্যার পর পরই হয়ে ওঠে আলোক-উজ্জল।
এছাড়া নগরীর প্রতিটি এলাকায় চাঁদরাত উপলক্ষে রয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। আর এতে ছোট বড় বয়েসী মানুষের অংশগ্রহণে প্রতিটি মুহুর্ত হয়ে ওঠবে উপভোগ্য।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।