শুক্রবার, ০৬ মে, ২০২২
নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত গোল্ডেন জুবিলি বাংলাদেশ কর্নসার্ট -বাংলাদেশের জন্য আবেগ ও সম্মানের বিষয় বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কারণ মুক্তিযুদ্ধকালীণ পন্ডিত রবি শংকরের নেতৃত্বে আয়োজিত বাংলাদেশ কনসার্টে জর্জ হ্যারিসনসহ বিশ্বের বাঘা বাঘা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বরং সম্পদে সমৃদ্ধ ঝুড়িতে পরিণত হয়েছে। তাঁরই কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় আসীন হয়েছে বলে উল্লেখ করেন জুনাইদ আহমেদ পলক। আইসিটিতে বাংলাদেশ আজ এই পর্যায়ে আসার পিছনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী অনুষ্ঠান আয়োজনে কিছু ঘাটতিকে নিজেদের অজ্ঞতা বলে অকপটে স্বীকার করেন। তিনি বলেন, এই ধরণের মেগা কনসার্ট আয়োজনে আমাদের পূর্ব অভিজ্ঞতা নাই। তবে এখনও ঘাটতি পূরণের সুযোগ আছে বলে মনে করেন তিনি। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,দেশ থেকে প্রতিনিধি দলের সঙ্গে আসা অনেকেই নিজ খরচে যুক্তরাষ্ট্রে এসেছেন। এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমান সরকারের সময়ে তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, দেশের ১৩ কোটি মানুষ এখন ইন্টারনেট সেবার আওতায় এসেছেন। ১০ কোটি মানুষ মোবাইল ব্যাংকিংয়ের সেবা গ্রহণ করছেন। বলা যায়, তথ্য প্রযুক্তির জায়গায় বাংলাদেশ গর্ব করার মত অবস্থানে পৌঁছেছে বলে মনে করেন প্রতিমন্ত্রী। আর এর সকল কৃতিত্বের দাবিদার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলে উল্লেখ করেন জুনাইদ আহমেদ পলক।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, সংসদ সদস্য অপরাজিতা হক, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর বিকর্ণ কুমার ঘোষ।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলন পরিচালনা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. এম মনিরুল ইসলাম।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।