শুক্রবার, ০৬ মে, ২০২২
বর্তমান আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও ঢাকা দক্ষিন বিএনপির আহবায়ক আব্দুস সালাম। নিউইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মী কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরও বলেন,নিজেদের মধ্যে দ্বন্ধ আমাদেরকে শুধু দুর্বল করবে।
ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম বলেন, সংসদ সদস্য হাজী সেলিম চিকিৎসার নামে বিদেশে পাড়ি দিতে পারেন, কিন্তু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, আমি এই বিমাতাসুলভ আচরণের জন্য সরকারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
আব্দুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোন প্রকার দুর্নীতি সরকার প্রমাণ করতে পারেনি। অথচ সব সময় তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোতে ব্যস্ত এই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তবে দেশের মানুষ তাদের এ মিথ্যা রটনা এখন আর বিশ্বাস করেন না বলে উল্লেখ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
তিনি বলেন, জেল, জুলুম আর হুলিয়া দিয়ে জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণ ঠেকানো যাবে না।
পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবি নাজনীন,জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার মিসেস সালাম, যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদসহ অনেকে। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন যুক্তরাষ্ট্র যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সরওয়ার খান বাবু।
সবশেষে ছিল সংগীতানুষ্ঠান ও নৈশভোজ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।