রবিবার, ০৮ মে, ২০২২
মা আমার ধরিত্রী শ্লোগানে নিউইয়র্কে পালিত হল আন্তর্জাতিক মা দিবস। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ২৯টি সংগঠন সম্মিলতভাবে আয়োজন করে এই দিবসটি।
অনুষ্ঠানের আহবায়ক মনিকা রায় চৌধুরী ও সদস্য সচিব রুবাইয়া রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন অধ্যাপিকা হুসনে আরা। তিনি বলেন, মা এমন একটি সত্তা যার কোন তুলনা নেই। পরিবারের এই মানুষটি সবদিক আগলে রেখে একটি মানবিক মুল্যবোধ সম্পন্ন সুখী পরিবার গঠনে নিজের সব কিছু উজাড় করে দেন। মা দিবসে তিনি বিশ্বের সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মায়েরা তাদের ব্যক্তি জীবনের নানা ঘটনা তুলে ধরেন। তারা বলেন, মা হিসেবে আমাদের যেমন দায়িত্ব আছে তেমনি সন্তানদেরও মায়ের প্রতি দায়িত্বশীল হওয়ার দরকার আছে। তারা বলেন, আজকের পর থেকে যেন কোন মাকে আর বৃদ্ধাশ্রমে যেতে না হয়। প্রত্যেক মা থাকবেন আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের কেন্দ্রবিন্দু হয়ে- মা দিবসে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তৃতা করেন ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, সিনিয়র সাংবাদিক মনজুর আহমেদ, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আব্দুর রহিম হাওলাদার, ডেমোক্রেট নেতা শাহ শহীদুল হকসহ অনেকে।