শুক্রবার, ১৩ মে, ২০২২
ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীর ধাক্কায় মারাত্মক আহত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া এখন লাইফ সাপোর্টে। তিনি জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার এশার নামাজের পর টেলিফোনে বিডিইয়র্ক প্রতিনিধির সাথে আলাপকালে তাঁর কন্যা দুলালী জানান, ডাক্তার বলেছেন তার বাবা কোমায় চলে গেছেন। তাঁর বাবার বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এ সময় এই বীর মুক্তিযোদ্ধার কন্যা কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া জ্যামাইকা হিলসাইডের ৮৭-৩২,১৬৬ স্ট্রীটে স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করেন। তাঁর কন্যা জানান, তাদের ৫ ভাই বোনের মধ্যে ৪ ভাইবোন যুক্তরাষ্ট্রে থাকেন। একজন বোন বাংলাদেশে থাকেন। তাদের বাড়ি বাংলাদেশের ভোলা জেলায়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া লাইফ সাপোর্টে- খবরটি ছড়িয়ে পড়লে কমিউনিটিতে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণী-পেশার মানুষ মর্মাহত হয়ে পড়েন। তারা তাঁর জ্ঞান ফিরে আসার ব্যাপারে মহান আল্লাহর কৃপা কামনা করেন।
অন্যদিকে নিউইয়র্ক পুলিশ সেই ছিনতাইকারীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তি কৃষ্ণাঙ্গ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।