বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
সামারের শুরুতেই চমক দিল শো টাইম মিউজিক। গত রোববার দুপুর-সন্ধ্যায় দুটি মেগা আয়োজন সম্পন্ন করে তারা ব্যাপক সাড়া ফেলেছে কমিউনিটিতে।
আগেই বলা হয়েছিল, দুপুর ১২টায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে শুরু হবে রিভার ক্রুইজ।
উদ্বোধন শেষে ইস্টার্ন রিভারে ছেড়ে যায় জাহাজ। এ সময় অতিথিদের নাস্তা দিয়ে আপ্যায়ন করা হয়। এর কিছুক্ষণ পর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। আর এতে সঙ্গীত পরিবেশন করেন টিনা রাসেল, শাহ মাহবুব, সেলিম ইব্রাহীমসহ অনেকে। এরই মাঝে পরিবেশন করা হয় দুপুরের খাবার। গানের তালে তালে চলছে জাহাজ। চলছে ভোজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন ধার বাড়ে শিল্পী আর দর্শক-শ্রোতাদের। সবাই নেচে, গেয়ে উপভোগ করেন এই নৌ- ভ্রমন। শেষে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। প্রথম পুরষ্কার ডায়মন্ডের নেকলেস, দ্বিতীয় পুরষ্কার স্বর্ণের চেইন এবং তৃতীয় পুরষ্কার একটি লেপটপ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। অবশেষে বিকাল ৫টায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় ফিরে আসে রিভার ক্রুইজের জাহাজ।
রিভার ক্রুইজের রেশ কাটতে না কাটতেই রাত ৮টায় শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তাহসানের তাক লাগানো কনসার্ট। কুইন্স প্যালেসে এ সময় তিল ধারণের ঠাঁই ছিলনা। স্থানীয় শিল্পী ও টিনা রাসেলের ছোট্ট ও জমানো পরিবেশনার পর শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম স্টেজে ডেকে নেন প্রধান আকর্ষণ শিল্পী তাহসানকে। ইর্ষা দিয়ে শুরু আর আলো আলো দিয়ে তাঁর পরিবেশনার ইতি টানলেন এই বরেণ্য শিল্পী। মাঝখানে দর্শক-শ্রোতার পছন্দের ১০টি গান পরিবেশন করেন শিল্পী তাহসান। শেষে ছিল চমক জাগানো র্যাফেল ড্র। এখানে ১ম পুরষ্কার ১টি ডায়মন্ডের নেকলেস, ২য় পুরষ্কার ১টি স্বর্ণের চেইন এবং ৩য় পুরষ্কার ১টি অ্যাপল ওয়াচ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে দুটি মেগা ইভেন্টের সমাপ্তি ঘোষণা করেন শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।