শুক্রবার, ২০ মে, ২০২২
গাফ্ফার চৌধুরী ছিলেন মুজিবনগর সরকারের প্রথম নিবন্ধিত স্বাধীন বাংলার পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার নির্বাহী সম্পাদক ।
তিনি ১৯৬৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০০৯ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এ ছাড়া তিনি একুশে পদক, বঙ্গবন্ধু পদক, ইউনেসকো সাহিত্য পুরস্কার, সংহতি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় তিনি বলেন, “তার মৃত্যুতে বাংলাদেশ প্রগতিশীল, সৃজনশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন অগ্রপথিককে হারাল। ”
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, “আবদুল গাফফার চৌধুরী তার মেধা-কর্ম ও লেখনীতে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছেন। তিনি বাঙালির অসাম্প্রদায়িক মননকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সমর্থন করে জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে আমৃত্যু কাজ করে গেছেন।”
বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাফ্ফার চৌধুরীর জানাজা আজ শুক্রবার জুমার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশিকুন্নবী চৌধুরী জানান আবদুল গাফ্ফার চৌধুরীর ইচ্ছা অনুযায়ী ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশেই সমাহিত করা হবে।
শিবলী জুবায়ের
স্টাফ করেসপন্ডেন্ট, বিডিইয়র্ক, ঢাকা।