রবিবার, ২২ মে, ২০২২
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপ পুণ্য’ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের শতাধিক প্রেক্ষাগৃগে। শুক্রবার নিউইয়র্কের এস্টোরিয়া, জ্যামাইকা, টাইম স্কয়ার, স্টাটেন আইল্যান্ড, ব্রন্কস, ইউনিয়ন পার্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে বাংলাদেশি আমেরিকানরা পরিবার পরিজন নিয়ে ছবিটি উপভোগ করেন।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সিয়াম আহমেদ ও শাহনাজ সুমির অনবদ্য অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া স্বনামধন্য অভিনেতা চন্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু,অভিনেত্রী আফসানা মিমি ও ফারজানা চুমকির সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে।
চলচ্চিত্রটি দেখতে আসা দর্শক-শ্রোতা প্রবাসীদের সুস্থধারার এই চলচ্চিত্র দেখার সুযোগ করে দেয়ার জন্য ইমপ্রেস টেলিফিল্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পরবর্তী দিনগুলো বিশেষ করে ছুটির দিনে দর্শক সংখ্যা আরও অনেক বাড়বে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।