মঙ্গলবার, ৩১ মে, ২০২২
বাংলাদেশি জাতীয়তাবাদ ও মূল্যবোধকে ধ্বংস করতেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রের গতিশীলতার চাকাকে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
..... রোববার নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র নেই। কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাবনা উল্লেখ করে তারা বলেন, তাদের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারেনা। তাই বিএনপি সরকারের ফাঁদে পা দেবেনা। তারা মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।