বৃহস্পতিবার, ০২ জুন, ২০২২
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানা গেছে।
টুলসা পুলিশ জানিয়েছে, তারা নিহতের পরিচয় জানার চেষ্টা করছেন। তবে তারা ধারণা করছেন, হামলাকারীর বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। তার হাতে পিস্তল ও রাইফেল ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ আরও জানায়, হামলার ৩ মিনিটের মধ্যেই তারা সেখানে উপস্থিত হন। ৫ মিনিটের মধ্যেই হামলাকারীকে সনাক্ত করে পুলিশ। হাসপাতালের নাতালী ভবনের তৃতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।
এদিকে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হামলার ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।
উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগে টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ জন শিশু শিক্ষার্থী ও ২ জন শিক্ষিকা নিহত হন।
শাহ ফারুক রহমান
এডিটর,বিডিইয়র্ক, নিউইয়র্ক।