শনিবার, ০৪ জুন, ২০২২
নাচ, গান আর কবিতায় বাংলা নব বর্ষবরণ এবং রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তী উদযাপন করেছে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল অফিস। এতে কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. এম মনিরুল ইসলাম। তিনি ১লা বৈশাখকে বাঙ্গালীদের অন্যতম শ্রেষ্ঠ দিন বলে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. রাবাব ফাতিমা, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রনধীর যশওয়াল,নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায় ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসানকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এই আয়োজনে নৃত্য পরিবেশন করে অনুপ দাশ ড্যান্স একাডেমী ও বাপার শিল্পীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রসূন চক্রবর্তী ও আয়েশা হক।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।