রবিবার, ০৫ জুন, ২০২২
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এদের ৫ জন ফায়ার সার্ভিস কর্মী।
এদিকে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিতে চট্টগ্রাম এলাকার সকল ডাক্তার ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ২৯ টি টিম আগুন নিভানোর কাজে যোগ দিয়েছে। তবে কন্টেইনারে দাহ্য পদার্থ থাকায় আগুন নিভানোর কাজ ধীর গতিতে চলছে।
উল্লেখ্য,শনিবার রাত ৯টায় এই কন্টেইনার ডিপোতে আগুনের সূত্রপাত। আর এর কিছুক্ষণ পরেই মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাক।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।