বৃহস্পতিবার, ০৯ জুন, ২০২২
বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হোক, এদেশের জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচন করুন-যুক্তরাষ্ট্র সেটাই চায়, কিন্তু এ ব্যাপারে দেশটির কোন পরামর্শ নেই। এটি শুধুই নির্বাচন কমিশনের বিষয়,বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
বুধবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
রাষ্ট্রদূত বলেন, একটি সুন্দর নির্বাচন আয়োজন শুধু কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এতে সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনগণেরও ভুমিকা রয়েছে।
কমিশনে আসাকে সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন,আমি এখানে এসেছি তিনমাস। কয়েকটি জায়গায় দেখা করেছি। এর অংশ হিসাবে এখানে এসেছি। বাংলাদেশের সার্বিক বিষয় বুঝার চেষ্টা করছি বলে উল্লেখ করেন এই কুটনীতিক।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।