শুক্রবার, ১০ জুন, ২০২২
বুধবার মহান জাতীয় সংসদে ২০২২-২০২৩ সালের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। প্রস্তাবিত এই বাজেটে পরিচলনসহ অন্যান্য খাতে ৪ লাখ ৩১ হাজার ৯৯৮ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন খাতে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর কর্তৃক সমগৃহীত কর থেকে পাওয়া যাবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে পাওয়া যাবে ১৮ হাজার কোটি টাকা। করের বাইরে প্রাপ্তি ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা।
অন্যদিকে প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। এর মধ্যে অনুদানসহ বৈদেশিক উৎস থেকে আসবে ৯৮ হাজার ৭২৯ কোটি টাকা। আর অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ১লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা। শুধু ব্যাংকিং খাত থেকেই ধরা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা।
এর আগে বেলা ৩টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেট পেশ করা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেটকে গরিবের বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বাজেটকে গণমুখী ও ব্যবসাবান্ধব বলেও অভিহিত করেন। বাজেট অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের কাছে তিনি প্রস্তাবিত বাজেট নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত বাজেট নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন,লুটপাট করতেই এত বাজেট দিয়েছে সরকার। তাই এই বাজেট নিয়ে আমাদের কোন প্রতিক্রিয়া নেই।
অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন এই বাজেট উচ্চভিলাসী।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।