শনিবার, ১১ জুন, ২০২২
আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক স্টেট ডেমোক্রেটিক পার্টির প্রাইমারী নির্বাচন। এতে বিভিন্ন পদে লড়ছেন বাংলাদেশীরা।
মতবিনিময় সভায় কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন।
জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভা পরিচালনা করেন জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী আহনাফ আলম। এ সময় আসন্ন প্রাইমারীতে জয়ী হতে এই পাঁচ প্রাথীর পক্ষে কাজ করতে কমিউনিটির সবার প্রতি বিনীত অনরোধ জানান তিনি।
অনুষ্ঠানে নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম বলেন,অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে আমাদের এই পাঁচ প্রার্থী আপনাদের সামনে উপস্থিত। তাদের নির্বাচিত করা মানে আপনাদের নিজেদের নির্বাচিত করা ও বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্তিশালী করা। আমি তাদের সাফল্য কামনা করছি।
অপর প্রবীণ ডেমোক্রেট নেতা মাফ মেজবাহ উদ্দিন এই পাঁচ প্রার্থীর জন্য সবার ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুলধারার রাজনীতিবিদ মুজিবুর রহমান,জয়নাল আবেদীন,অধ্যাপিকা হুসনে আরা,রিনা সাহা, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী,জ্যামাইকা মুসলিম সেন্টারের সহ সভাপতি মনজুর আহমেদ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা ওসমান গনি,কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুলফিকার হায়দার, ডেমোক্রেট নেতা রাব্বি সৈয়দসহ অনেকে।
সভা শেষে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।