শনিবার, ১১ জুন, ২০২২
নিউইয়র্কের কুইন্সের নিজ বাসায় হোমওয়ার্কে ব্যস্ত স্কুল ছাত্রী সামিরা হাসান গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সামিরার বাবা মোহাম্মদ হাসান মুলধারার গণমাধ্যম কে জানিয়েছেন, তিনি এই এলাকায় তিন বছর ধরে আছেন। তাঁকে কেউ কোনরকম বিরক্ত করেননি, তিনিও কাউকে কোন রকম বিরক্ত করেননি। এই এলাকায় কারও সঙ্গে তাঁর কোনরকম বিরোধ নেই। তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না। তবে তিনি এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চান।
এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ঘটনার পর পরই এই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। আসামীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
অন্যদিকে, শুক্রবার কুইন্সের একটি সাবওয়েত ৬২ বছরের এক ব্যক্তির মুখে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসী। এমটিএ জানিয়েছে, এই ঘটনার পর ম্যানহাটনগামী ৭টি ট্রেনের সিডিউল পরিবর্তন করতে হয়েছে। স্থায়ীত গণমাধ্যম আইবি টিভি এই তথ্য জানায়।